Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

তাহিরপুর প্রতনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ২০ মে ২০২১
আপডেট: ২০:৫৪, ২০ মে ২০২১

তাহিরপুরে ৪০ আসামির স্বেচ্ছায় আত্মসমর্পণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার ৪০ জন অভিযুক্ত আসামি স্বেচ্ছায় তাহিরপুর থানায় আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণের পর আদালতের মাধ্যমে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে রাত ৮টায় দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় তাহিরপুর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়।

ইসমাইল মিয়ার দায়ের করা মামলায় বুধবার ও বৃহস্পতিবারে ১২ জন অভিযুক্ত আসামি থানায় স্বেচ্ছায় আত্নসমর্পন করেন। তারা হলেন, মতুর্জ আলী( ৬৭), সুজন মিয়া (৩১), আজির উদ্দিন (৩৫), ফাহিম উদ্দিন (২৪), বাহা উদ্দিন(৩৩), জীবন মিয়া (৩০), আলমগীর মিয়া (৪৭), হোসাঙ্গীর মিয়া (২৭), রহমগীর মিয়া (২৯), মারুফ (২২)।

অপর দিকে আবুল কাশেমের দায়ের করা মামলায় ২৮ জন অভিযুক্ত আসামি থানায় আত্মসমর্পণ করেন। তারা হলেন হিমেল (৩০), মোফাজ্জল (২৮), তোফাজ্জল (২৬), ইসহাক (৪৬), জাহাঙ্গীর(৩৫), ইদ্রিস (৫৫), সোহেল মিয়া (৩৫), সরোয়ার (২৭), জয়নাল (৩৫), জাকারিন (২৮), রতি মিয়া (৪০), মতি মিয়া (৩৬), সুভাষ  মিয়া (৫০), আকিক মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৫৫), মানিক মিয়া (৩২), রতন মিয়া (৩০), হিরন মিয়া (২৭), নিজাম উদ্দিন (৫৪), জাজারিয়া (৩২), কিবরিয়া (৩০), শাহরিয়ার (৪২), এবাদুল (৩২), আজিজুল (৩৫), মুন্না (৫০), আমির (৪৫), মনির (৩০), আজিম (৩৮)।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.  আব্দুল লতিফ তরফদার, দু'টি মামলায় ৪০ জন আসামি আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত নয় এমন কাউকে হয়রানি করা হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকেই আইনের আওতায় আনা হবে।

তাহিরপুর থানার সহকারি পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, সম্প্রতি তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দু'টি মামলার ৪০ জন আসামি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় আত্মসমর্পণ করেন। আমরা তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়