Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৭:৪৩, ২৯ জুন ২০১৯
আপডেট: ০৭:৪৪, ২৯ জুন ২০১৯

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার: বরমচালে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার কাজের জন্য সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, সকাল থেকে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বরমচালে খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধার কাজ চলছে। তাই এই লাইনে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে লাইন খুলে দেয়া হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ দিকে কুলাউড়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগবে বলা যাচ্ছেনা। তবে দ্রুত কাজ করা হচ্ছে। তিনি জানান, খালে রেলের বগি থাকায় তা পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটাচ্ছে। যার ফলে ঝুঁকি বাড়ছে সেতুটির। তাই দ্রুত বগি উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়