আই নিউজ ডেস্ক
নির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ
ফাইল ছবি
সদ্য সমাপ্ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম।
এর আগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘২৯৮টি আসনের নির্বাচন ফলাফল মিলিয়ে দেখা হয়েছে, যাচাই-বাছাই করা হয়েছে। সব ঠিক আছে। আজ গেজেট প্রকাশের অনুমোদন দিয়ে তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরে আসনটিতে ভোটের জন্য নতুন করে শিডিউলও দেয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে, সেখানে ভোটগ্রহণ হবে ১৩ জানুয়ারি। এই দুটো আসন এখনও বাকি রয়েছে।’
এবারের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি- যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইসি আলমগীর বলেন, ‘আমাদের যে বক্তব্য সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। এর বাইরে আমাদের কোনো মন্তব্য নেই। কে কী বলল- সেটা আমাদের দেখার বিষয় নয়; ওটা আমাদের কাজের মধ্যে পড়ে না।’
নির্বাচন অনুষ্টিত করে কমিশন সন্তুষ্ট কি না- প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সন্তুষ্ট-অসন্তুষ্ট কোনটাই বলবো না। নিয়মমত যা যা করা দরকার, তা করেছি। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করেনি, যেটা নিয়ম ছিল সেটা করেছি; সেভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো ছিল, সুষ্ঠুভাবে ভোট হয়েছে।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের