Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৫৬, ২৯ জুন ২০২০
আপডেট: ০৩:০০, ২৯ জুন ২০২০

সুস্মিতার প্রশংসা করতে গিয়ে তোপের মুখে ‍সালমান

এবার সুস্মিতা সেনের প্রশংসা করতে গিয়ে নেটিজনদের তোপের মুখে পড়লেন বলিউড ভাইজান সালমান খান।

২৭ জুন (শনিবার) নিজের মাইক্রোব্লগিং সাইটে ওয়েব সিরিজ 'আরিয়া'র একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন সালমান খান। এই সিরিজটি সবাইকে দেখার আহ্বান জানিয়ে ভাইজান লিখেছেন, 'ভরসা সেই ভেঙ্গে ফেলে, যার উপর ভরসা করা হয়। কেমন লেগেছে সুস্মিতার এই ডায়লগ। একেই বলে দাবাং। আরিয়াকে স্বাগত জানাতে হবে। দুর্দান্ত কামব্যাক এবং অসাধারণ শো। আপনারা সবাই দেখুন।'

সালমান খানের এই পোস্ট প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আঙ্কেল আপনি একটু সরে দাঁড়ান, তাহলে আমরা নিজেদের প্রতিভার প্রমান দিতে পারব। আরেকজন লিখেছেন, আপনি খুনি। অন্য একজন লিখেছেন, আপনি যা করেছেন তাতে করে আপনার ক্যারিয়ার এখন বিপদের মুখে।

এদিকে সমালোচনার তোয়াক্কা না করেই টিভি রিয়্যালিটি শো 'বিগ বস ১৪' সঞ্চালনার দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছেন সালমান খান। তবে গেল কয়েকদিন ধরে খান সাহেব যেভাবে নেটিজনদের রোষের মুখে পড়ছেন, তাতে করে ’শো’ আলোর মুখে থাকে, নাকি অন্ধকারে পতিত হয় তা নিয়ে শঙ্কা।

জেএ/আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়