Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ৫ নভেম্বর ২০২২
আপডেট: ১১:৪৭, ৫ নভেম্বর ২০২২

নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর লা শ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন একটি ভবনের লিফটের জন্য তৈরি গর্তে দুইটি শিশুর লা শ উদ্ধারের খবর পাওয়া গেছে শুক্রবার (৪ নভেম্বর) রাতে ঐ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর মধ্যে একজন ওই এলাকার লাল চাঁদের ছেলে ৩ বছরের আব্দুল্লাহ ও অন্যজন ফজলুল করিমের ৩ বছরের মেয়ে খাদিজা।

খেলতে গিয়ে ওই দুই শিশু গর্তে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বেলা সাড়ে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে বের হয় পরিবারের সদস্যরা।

পরে ঐ এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর লা শ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ওসি আরো জানান, লাশ দুটিতে আঘাতের কোনো চিহ্ন ছিল না। খেলতে গিয়ে  অসাবধানতাবশত শিশু দুটি গর্তে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ