Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ৮ নভেম্বর ২০২৩

স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী 

রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও

রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধারালো অ*স্ত্র দিয়ে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা করে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী নাজমুল ইসলাম (৫২)। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হ*ত্যার কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়েনের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৪০)।

গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছু*রিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। 

তার চিৎকারে স্থানীয়া ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়