Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৩

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬১ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোববার (১৭ ডিসেম্বর) এ কথা জানায়। এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের আইওএম কার্যালয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ৮৬ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে আইওএম এর লিবিয়া কার্যালয়। 

ধারণা করা হচ্ছে, বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। লিবিয়ার উত্তর-পশ্চিম উপকীলের জুওয়ারা এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। 

নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ছিলেন নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

উল্লেখ্য, “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার-” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে আজ সোমবার (১৮ ডিসেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়