Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১৭:০৯, ৪ আগস্ট ২০১৯
আপডেট: ১৭:১০, ৪ আগস্ট ২০১৯

পাখির মাংস বিক্রির অপরাধে এক বছরের সশ্রম কারাদণ্ড

রাতচরা, বক, শালিক, ঘুঘু, চড়ুই, ডাহুক, শামুকখোল; যখন যা পায়, ডজনে ডজনে সেসব পাখির মাংস রান্না করে বিক্রি করতেন হাফিজুল। যা পরিবেশে ও পাখির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পাখির মাংস বিক্রি এবং খাওয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ।

ওয়াইল্ড প্রতিবেদক : পাঁচ বছর ধরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের অর্জুনপুরে অতিথি পাখির মাংস বিক্রি করে আসছিলো হাফিজুল ইসলাম।

রাতচরা, বক, শালিক, ঘুঘু, চড়ুই, ডাহুক, শামুকখোল; যখন যা পায়, ডজনে ডজনে সেসব পাখির মাংস রান্না করে বিক্রি করতেন হাফিজুল। ২০১৪ সাল থেকে চলতি মাসে ৩ তারিখ পর্যন্ত কয়েক হাজার পাখি বিক্রি করেছেন তিনি। যা পরিবেশে ও পাখির জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

পাখির মাংস বিক্রি এবং খাওয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও বেশ কিছু মানুষ জেনে, না জেনে নানা রকম পাখির স্বাদ গ্রহণ করার জন্য প্রতিনিয়ত সেই হোটেলে ভিড় জমাতো। কিন্তু ২০১৪ সাল থেকে ২০১৯ দীর্ঘ এই সময়ে প্রশাসনের অবহেলায় এসব কাজ করে আসলেও, সম্প্রতি বিষয়টি নিয়ে অবগত হন নাটরের জেলা প্রসাশক।

সাথে সাথে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পাঠান হাফিজুলের দোকানে। নির্বাহি ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।  সেখানে অভিযান চালিয়ে বালিহাঁস ২টা, বক-৪ টা এবং ৫০টি চড়ুই পাখিসহ আরও কয়েক প্রজাতির পাখির রান্না মাংস উদ্ধার করে তা পুকুরে ফেলে দেয়া হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে হাফিজুল ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করের।

দণ্ডিত হাফিজুল নাটোর সদর উপজেলার অর্জনপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে। এ বিষয়ে নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট শামসুল আরেফীন আইনিউজকে বলেন, ২০১৪ সাল থেকে এরমক কাজ করে আসলেও, তা আমাদের জানা ছিলনা। জেলা প্রশাসক স্যার জানার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি।

এ বিষয়ে পরিবেশ সাংবাদিক হোসেন সোহেল বলেন, ‘অসংখ্য ধন্যবাদ নাটোর জেলা প্রশাসককে।  সেই সাথে ধন্যবাদ স্থানীয় দুই সাংবাদিক বুলবুল ও নাজমুলকে। কারণ তাদের সহযোগিতা ছিল এই অভিযানে। আমি অনুরোধ করবো কোথাও পাখির মাংস রান্না করে, এমন কোন হোটেল পেলে সাথে সাথে প্রতিবাদ করবেন এবং আমাদেরও একটু জানাবেন। এসব কাজ শুধু সরকারের নয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়