Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১ নভেম্বর ২০২৩

থামছে না ইসরায়েলের হামলা, গাজায় নি হ ত সাড়ে ৮ হাজার 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতিসংঘ, সৌদি আরব, ইরান, রাশিয়া, চীনসহ আন্তর্জাতিক বিশ্বের আহ্বান সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় ব র্ব র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে করে অবরুদ্ধ গাজায় ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বিপর্যয়। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮ হাজার ৬০০ মানুষ নি হ ত হয়েছে। যাদের মধ্যে শিশুর সংখ্যাই আছে ৩ হাজারের বেশি।

এসব হামলায় আহত হয়েছে ২৩ হাজারেরও বেশি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তা ছাড়া, ৭ অক্টোবরের হামলার পর এ পর্যন্ত প্রায় ছয় লক্ষাধিক ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৫ জনে এবং পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে। এছাড়া গাজায় আহতের সংখ্যা ২১ হাজারেও বেশি এবং পশ্চিম তীরে আহত ২ হাজার ৫০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত দুদিন ধরে ইসরায়েলি বিমানবাহিনী গাজার হাসপাতালগুলোর আশপাশে ক্রমাগত বোমা বর্ষণ করছে। এই অনবরত বোমা হামলায় হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উত্তর গাজার নাসের হাসপাতাল ও তুর্কি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কেবল হাসপাতাল নয়, ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না আন্তর্জাতিক সংগঠনগুলোর স্থাপনাও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি গুদাম ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলাকে যুদ্ধ অপরাধ বলেও চিহ্নিত করা হলেও থামছে না ইসরায়েলের হামলা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়