আপডেট: ১০:১২, ২৮ আগস্ট ২০১৯
নতুন জুটি ঈশান-অনন্যা
বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসছে বলিউডের হালের ক্রেজ অনন্যা পাণ্ডে ও ঈশান খাট্টার। প্রযোজকের ভূমিকায় থাকছেন নামি পরিচালক আলী আব্বাস জাফর। আর ছবির নাম ‘কালি পিলি’। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মকবুল খানের পরিচালনায় ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে এই ছবির শুটিং।
মুম্বাই শহরের আবহে ‘কালি পিলি’ দুজন তরুণ-তরুণীর জীবনের বাঁক বদলের চিত্র। আগামী বছরের জুনে মুক্তি পাবে ছবিটি।
প্রযোজক আলী এক বিবৃতিতে বলেন, “আমি, মকবুল ও হিমাংশু প্রায় এক বছর ধরে ‘কালি পিলি’র চিত্রনাট্যের ওপর কাজ করছি। আর ছবির জন্য উৎসাহী অভিনেতাদের প্রয়োজন ছিল।”
আলী আব্বাস পরিচালিত সর্বশেষ ছবি ‘ভারত’ বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। ফলে ‘কালি পিলি’র প্রতি দর্শকের প্রত্যাশা বেশি।
নিজের ফেসবুক পেজে খবরটি শেয়ার করেন অনন্যা।
শহীদ কাপুরের সৎভাই ঈশানকে সর্বশেষ দেখা গেছে জাহ্নবী কাপুরের বিপরীতে ‘ধাড়াক’-এ। এটি তার দ্বিতীয় সিনেমা। অন্যদিকে বছরের শুরুর দিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে অভিষেক হয় চাঙ্কি পান্ডের মেয়ের।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের