Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৬ জুন ২০২২

`মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি`

প্রতিবছর ২৬ জুন বিশ্বজুড়ে মাদকবিরোধী দিবস পালন করা হয়

প্রতিবছর ২৬ জুন বিশ্বজুড়ে মাদকবিরোধী দিবস পালন করা হয়

২৬ জুন, আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। সারা বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশও প্রতিবছর এ দিবসটি পালন করে। প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। বাংলাদেশে মাদকবিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য- 'মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি'।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক সেবন, ব্যবসা ও পাচারের দিক থেকে বাংলাদেশের নামও আছে। তাই এ দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে বাংলাদেশেও। দেশে প্রতিবছর বেড়েই চলেছে মাদকসেবীর সংখ্যা। নিত্য নতুন মাদক উদ্ধার করছে আইনশৃঙ্খলাবাহিনী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২১ সালে সব সংস্থা মিলে ইয়াবা জব্দ করেছে ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার। ফেনসিডিল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ ৮ হাজার বোতল। কোকেন জব্দ করা হয় প্রায় ৪ কেজি, হেরোইন ২১০ কেজি। ২০২১ সালে মাদক-সংক্রান্ত ৪৭ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। এই হার ২০২০ সালে ছিল ৪৩ শতাংশ।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।   

ডিএনসির পরিচালক (অপারেশনস) কুসুম দেওয়ান বলেন, ভৌগোলিক কারণে মাদকের গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ভিলেজ ও গোল্ডেন ক্রিসেন্ট এলাকাগুলোর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ পেতে সচেতনতার বিকল্প নেই।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়