হেলাল আহমেদ
বেড়েছে মুসলমান, কমেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান
দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে শূন্য দশমিক ৫৯ শতাংশ
বাংলাদেশে গত এক দশকে কমেছে হিন্দু জনগোষ্ঠীর মানুষের সংখ্যা। বিপরীতে প্রায় কাছাকাছি হারে বেড়েছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। গত এক দশকে যেখানে মুসমিন জনগোষ্ঠীর সংখ্যা শূন্য দশমিক ৬৫ শতাংশ বেড়েছে সেখানে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে শূন্য দশমিক ৫৯ শতাংশ।
বুধবার (২৭ জুলাই) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
জনগণনার প্রতিবেদন বলছে, বাংলাদেশে বর্তমানে মুসলিম জনসংখ্যা ৯১ দশমিক ৪ শতাংশ আর হিন্দু জনসংখ্যা ৭ দশমিক ৯৫ শতাংশ। হিন্দু জনগোষ্ঠীর পাশাপাশি কমেছে অন্য ধর্মাবলম্বীর জনসংখ্যাও। দেশে বর্তমানে বৌদ্ধ জনগোষ্ঠীর জনসংখ্যা ০.৬১ শতাংশ। ২০১১ সালে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা ০.৬২ শতাংশ। কমেছে খ্রিষ্টান ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যাও। বর্তমানে দেশে খ্রিষ্টান আছেন মাত্র ০.৩০ শতাংশ। যা ২০১১ সালে ছিলো এ শতাংশের বেশি ০.৩১ শতাংশ।
সেই প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যার মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে ১৬ লাখ বেশি। দেশে মোট জনসংখ্যার মাঝে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। বিপরীতে নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১৬ লাখ বেশি।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিবিএস-এর প্রতিবেদনে দেখা গেছে, দেশে মোট তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, এক দশক আগে যা ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন এক দশক আগে যা ছির ৯৭৬ জন।
এছাড়া ৯৮ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১০০ জন। ১০ থেকে তার বেশি বয়সি জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ অবিবাহিত এবং বিবাহিত ৬৫ শতাংশ।
২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতি জনশুমারি ২০২২ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
- বাপ মরেছে ৮ মাস আগে, এখন ভাইটাও চলে গেলো!
- ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ১৩‘শ টাকা
- শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের