Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ৩০ মার্চ ২০২৩

প্রথম আলো সম্পাদকের নামে ডিজিটাল আইনে মামলা

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি- সংগৃহীত

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি- সংগৃহীত

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) রাতে রাজধানীর রমনা থানায় আবদুল মালেক (মশিউর মালেক) নামে এক আইনজীবী বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে।

এরআগে, বুধবার রাজধানীর তেজগাঁও থানায় সৈয়দ গোলাম কিবরিয়া নামে একজন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার বাদী গোলাম কিবরিয়া ঢাকা উত্তর মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

স্বাধীনতা দিবসে প্রথম আলোয় “পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব”—এমন এক উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ ও ফটোকার্ড প্রকাশ করায় বাদী সংক্ষুব্ধ হন। মামলার আগে সাভারের আমবাগান এলাকায় ভাড়া বাসা থেকে শামসুজ্জামানকে সিআইডি আটক করে।

সাংবাদিক মো. শামসুজ্জামান সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত এসপি রবিউল ইসলামের ভাই তিনি।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও গ্যালারী

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়