Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

মো. রাসেল আহমেদ

প্রকাশিত: ১৮:৪৮, ৫ মার্চ ২০২৪
আপডেট: ০০:০২, ৬ মার্চ ২০২৪

জাকের আলী অনিক: যেভাবে ওঠে এলো হবিগঞ্জের সেই ছেলেটি 

সেই বারো-তেরো বছরের একটা ছেন। হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে প্রথম দেখা। অনুর্ধ-১৪ হবিগঞ্জ জেলা দলের সাথে ছিল। আমি বিসিবির নির্বাচক হয়ে সেখানে যাই। সেসময় হবিগঞ্জ দল ৫টি ম্যাচ খেলে। কিন্তু, একটি ম্যাচেও জাকের আলীকে মাঠে নামান নি হবিগঞ্জ দলের কোচ! 

আজকের জাকের আলী অনিক হওয়ার পিছনে আমি মনে করি শাকিলা ববি নামের তার বোনের অবদান সবচেয়ে বেশি।

অন্য দুই দলের খেলা শেষে আমি হবিগঞ্জ দলের অনুশীলনে অনিককে কিপিং করতে দেখি দ্বিতীয়বার। ছেলেটি আমার নজরে পড়ে। কারণ, আমার তার কিপিং খুব ভাল লাগে। তখন আমি খবর নিয়ে জানতে পারি সে মহিলা ক্রিকেটার শাকিলা ববি ও অপুর ছোট ভাই। 

পরের দিন হবিগঞ্জ দলের খেলা ছিল। ববি খেলা দেখতে আসলে আমি তাকে অনিকের ব্যাপারে জানতে চাই। সে অনেক কিছু বলে জাকের আলী অনিকের ব্যাপারে। যথারীতি সেইদিনও অনিক ম্যাচ খেলেনি। আমি ম্যাচ শেষে তাকে ব্যাটিং করতে বলি। পরে কিপিংটাও দেখি। আমার কাছে মনে হয়েছিল অনিককে সুযোগ দিলে সে ভাল করবে। 

ফলে, আমি অনিককে কোনো ম্যাচ না খেলার পরেও অনুর্ধ্ব-১৪ সিলেট বিভাগীয় প্রাথমিক দলে জায়গা করে দেই।ক্যাম্প শুরু হলে জাতীয় কোচ গোলাম ফারুক সুরু স্যার আমাকে প্রশ্ন করেন কোনো ম্যাচ না খেলে কেনো একটা খেলোয়াড়কে সুযোগ করে দিলাম? আমি স্যারকে বলি আমার কাছে অনিকে মনে হয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। তার উপরে যাওয়ার সুযোগ আছে। তখন তিনি না দেখে মানতে পারেন নি। পরবর্তীতে ক্যাম্প শেষ হওয়ার দিন সবার সামনে অনিকের অনেক প্রশংসা করেন এবং আমাকে ও বাহবা দেন ।

আজকের জাকের আলী অনিক হওয়ার পিছনে আমি মনে করি শাকিলা ববি নামের তার বোনের অবদান সবচেয়ে বেশি। আমি অনিকের জন্য আজ গর্বিত। অনিকের সামনের দিনগুলো ভাল হোক। অনিক বিশ্বমানের খেলোয়াড় হয়ে নিজেকে প্রতিষ্ঠা করুক সেই দোয়াই করি। অভিনন্দন অনিক। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়