কলিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু

ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন যাত্রী মারা যান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩২), বরগুনার সদর থানার আংগারপাড়া এলাকার মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু (৪৫), গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম(৪২), একই উপজেলার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোরের মাগুরা থানার দহর এলাকার আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮।
পুলিশ জানায়, কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন যাত্রী মারা যান। পরে এলাকাবাসী কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ (কেপিজে) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ আরো তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পর ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ঘটনার ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানান, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এছাড়া নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
- আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী
- আরও পড়ুন- ‘গেটম্যান নামাজে ছিলেন’ : গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ