বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট: ১৬:৩২, ২২ আগস্ট ২০২২
৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম
আহত শিশু শিক্ষার্থী জুবায়ের ইসলাম অভিক।
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে এক শিশুকে নির্দয়ভাবে পিটিয়ে জখম করা হয়েছে। জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন খালাসীর ছোট ছেলে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র জুবায়ের ইসলাম অভিক (১১)।
সমবয়সী বন্ধুদের নিয়ে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে একই এলাকার মো. নুরুল হকের সন্ধ্যা নদীর তীরবর্তী চরে রাখা একটি ট্রলারের ওপরে ওঠে খেলছিল। এ সময় নুরুল হক ও তার স্ত্রী শাহিদা দেখতে পেয়ে অভিকদের লক্ষ্য করে ইট ও হাড়ি-পাতিল ছুড়ে মারে। এতে অভিকের পা ও মুখ কেটে রক্তাক্ত হয়। পরের দিন (২০ আগস্ট) বিকেল ৪ টার দিকে আগের দিনের ধারাবাহিকতায় অভিকের বাড়ির সামনে এসে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা অকথ্য ভাষায় গালাগাল করে।
এ সময় অভিককে বাসার সামনে পেয়ে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা এলোপাথারিভাবে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। এসময় ঝাড়ু দিয়ে পিটানোর ফলে অভিকের শরীরে ঝাড়ুর অসংখ্য শলা বৃদ্ধ হয়। তার চিৎকার শুনে মা আইরিন সুলতানা ডলিসহ প্রতিবেশিরা এগিয়ে আসলে খুন-জখমের হুমকি দিয়ে নুরুল হক ও তার স্ত্রী শাহিদা চলে যায়। পরে অভিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২১ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।
এ ব্যাপারে অভিকের মা আইরিন সুলতানা ডলি বাদী হয়ে ২০ আগস্ট রাতে বানারীপাড়া থানায় নুরুল হক (৫০), তার স্ত্রী শাহিদা (৪০) ও ছেলে শাহরিয়ার (২০) কে আসামী করে অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতেই থানা পুলিশ অভিকের বাসা ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শিশু শিক্ষার্থী অভিককে অমানবিকভাবে নির্যাতনের বিষয়ে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,শিশুটিকে নির্দয়ভাবে পিটানোর প্রমান পেয়েছি । এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/রাহাদ সুমন/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024