প্রকাশিত: ১৩:৪০, ৪ মে ২০১৯
আপডেট: ১৩:৪০, ৪ মে ২০১৯
আপডেট: ১৩:৪০, ৪ মে ২০১৯
রবীন্দ্রনাথ ঠাকুরের পর কবি সুকান্ত ভট্টাচার্য্যের মূর্তি ভাঙলো বিজিপি!
আন্তর্জাতিক: রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার পর এবার সুকান্ত ভট্টাচার্য্যের মূর্তি ভাঙলো বিজিপি। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার অভিযোগ পাওয়া গিয়েছিল বিজিপির বিরুদ্ধে। এবার সেই বিজেপির বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিশালগড় ব্লকে যাওয়ার রাস্তার মুখে ছিল সুকান্ত ভট্টাচার্য্যের ওই মূর্তিটি। সেখানকার স্থানীয় পঞ্চায়েত থেকে শহরে চারটি মূর্তি বসানো হয়েছিল। প্রথমটি গোকুলনগর বিএসএফ ক্যাম্পের কাছে ব্লকে যাওয়ার মুখে। নতুন মোটর স্ট্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, করইমুড়ায় নজরুলের মূর্তি এবং বিশালগড় বাজারে নেতাজির মূর্তি। এইসব মনীষীদের জন্মদিনে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাতেন পরিষদ কর্তৃপক্ষসহ সাধারণ মানুষ।
ব্লকের পাশ দিয়ে জাতীয় সড়কের বাইপাস হচ্ছে। তখনই সুকান্তের মূর্তিটি অন্য জায়গায় বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । বামফ্রন্ট পরিচালিত পুর পরিষদ এ জন্য উদ্যোগও নিয়েছিল। কিন্তু এদিন দেখা গেল মূর্তিটাই ভেঙে ফেলা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিবাদ আসছে। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র একটি বিবৃতি দিয়ে মূর্তি ভাঙ্গার তীব্র নিন্দা জানিয়েছে।
কবি সুকান্ত ভট্টাচার্য ভারত-বাংলাদেশে দারুণ সমাদৃত। ১৯২৬ সালের ১৬ আগস্ট কলকাতার ৪২ মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তার পূর্বপুরুষেরা গোপালগঞ্জ ছেড়ে ভারতে চলে যান। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান এই কিশোর কবি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়