Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ৩০ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩২

প্রকাশিত: ০৩:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রাতে গ্রেফতার, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তুহিন ওরফে চাপাতি তুহিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তুহিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত তুহিন উপজেলার দেওভোগ শান্তিনগর এলাকার কাওসার হোসেনের ছেলে।

বুধবার ভোর চারটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। কালিবাজার র‍্যাব-১১ ক্যাম্প ইনচার্জ এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার থেকে সন্ত্রাসী চাপাতি তুহিনকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে নগরীর সৈয়দপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার করতে যায় র‌্যাব। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তুহিনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় তুহিন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত তুহিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়