আপডেট: ০৯:০৯, ২১ আগস্ট ২০১৯
ডেঙ্গু: ঢামেকে আরেক নারীর মৃত্যু
ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নায়না (২৭) নামের এক নারীর মৃত্যুর খবর জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় নায়না (২৭) নামের ওই নারীর মৃত্যু হয়েছে বলে বুধবার দুপুরে সংবাদ সম্মেলেনে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
ডেঙ্গু রোগীর পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ‘চিকিৎসাধীন নায়নার মৃত্যু হয়েছে। তার ডেঙ্গু রোগের পাশাপাশি আরও কিছু শারীরিক সমস্যা ছিল। এজন্য ডেঙ্গু রোগে তার মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে কিছু নমুনা পরীক্ষানাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, আজ বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৫ জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে এ হাসপাতালে। আগের ৫৩৯ জন ভর্তি রোগীর মধ্যে ১৩৪ জন ছাড়পত্র নিয়েছে। এখন সর্বমোট ৫২০ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি বলেন, ‘এখন ডেঙ্গু রোগে আক্রান্ত সিরিয়াস বা সংকটাপন্ন রোগী এই হাসপাতাল কম আসছে। যারা আসছে তাদের অবস্থা অতটা সিরিয়াস নয়। ঈদের পর হতে ঢাকার বাইরে থেকেও কম রোগী হাসপাতালে আসছে। ঢাকার বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে ১৫ শতাংশ সিরিয়াস রোগী।
তবে ডেঙ্গু রোগীর পরিস্থিতি কমছে নাকি বাড়ছে তা পুরোপুরি নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় শতাধিক।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের