আপডেট: ০৪:৪৫, ৭ আগস্ট ২০১৯
হাসপাতালে খালেদার জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনেরা
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার পাঁচজন আত্মীয় তাঁর সঙ্গে দেখা করেন।
ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার পাঁচজন আত্মীয় তাঁর সঙ্গে দেখা করেন। খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা তাঁরা সেখানে ছিলেন । তবে হাসপাতাল থেকে বেরিয়ে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সম্প্রতি লন্ডন থেকে দেশে এসেছেন। হাসপাতালে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে তিনিও ছিলেন। এর বাইরে খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, নাতনি জাহিয়া রহমান ও রাইসা ইসলাম হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
আইনিউজ/ এইচএ/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের