Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ০৪:৪৪, ৭ আগস্ট ২০১৯
আপডেট: ০৪:৪৫, ৭ আগস্ট ২০১৯

হাসপাতালে খালেদার জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনেরা

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার পাঁচজন আত্মীয় তাঁর সঙ্গে দেখা করেন।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার পাঁচজন আত্মীয় তাঁর সঙ্গে দেখা করেন। খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা তাঁরা সেখানে ছিলেন । তবে হাসপাতাল থেকে বেরিয়ে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সম্প্রতি লন্ডন থেকে দেশে এসেছেন। হাসপাতালে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে তিনিও ছিলেন। এর বাইরে খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, নাতনি জাহিয়া রহমান ও রাইসা ইসলাম হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

আইনিউজ/ এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়