শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার
আপডেট: ১৮:৩৪, ২৬ জুলাই ২০২২
দারিদ্রতার দেয়াল ডিঙিয়ে বুয়েটে মৌলভীবাজারের মাহি
মাহফুজুর রহমান মাহি
বাবা একজন কৃষি শ্রমিক দিনমজুরের কাজ করে চলে অভাবের সংসার, বাবা অন্যের জমিতে ট্র্যাক্টর চালিয়ে পরিবারের হাল টিকিয়ে রাখেন। হতদরিদ্র পরিবারের সন্তান মাহফুজুর রহমান মাহি। একসময় মাহির এই সফলতার গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা সাফিয়া বেগম ও বাবা শামীম আহমদ।
ছোটবেলা থেকেই মা-বাবাকে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখে বড় হয়েছেন। কাজ করা ছাড়াও তাদের কোনো উপায়ও ছিল না। দিনমজুর বাবা-মায়ের সন্তান মাহফুজুর রহমান মাহি ৬হাজার জনের মধ্যে ৪৪৩তম স্থান অর্জন করে সুযোগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এ পড়াশোনা করার।
- আইনিউজ এ আরও পড়ুন: ফ্লাওয়ার্স কেজির অদম্য মেধাবীরা...
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর তার গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। মাহি তারা দুই ভাই ও এক বোন সে সবার বড়। মাহি জগন্নাথপুর প্রাথমিক ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এবার বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবা-মায়ের মত মাহিও ছিল পরিশ্রমী। কিন্তু মাহি পড়ালেখায় বেশি মনযোগী হওয়ায় বাবা-মা তাকে কোনো কাজ করতে দেয়নি। প্রতিদিন পরিশ্রম করে সংসারের চাহিদা পূরণ করতেন মাহির বাবা-মা।
গল্পটা সাফল্যে মুড়িয়ে রেখেছেন মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এই কৃতি সন্তান। পড়াশোনা চালিয়ে যাওয়া মাহি এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। হার না মানা অদম্য এই শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।
মাহির মা সাফিয়া বেগম বলেন, আমার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মাহি। তাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। এখন তিনবেলা খেতে পারছি। একটা সময় ছিল তিনবেলা খেতে পারতাম না। আমার স্বামী অন্যের জমিতে ট্র্যাক্টর চালিয়ে হাল চাষ করে কিংবা দিনমজুরির কাজ করে ছেলেকে মানুষ করার চেষ্টা করি। ছেলেকে ঠিকমতো পড়াশোনার খরচ দিতে পারিনি। আজ সে বুয়েটে চান্স পেয়েছে, আমার কষ্ট স্বার্থক হয়েছে। আমি গর্বিত যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এতো খুশী, আমার আনন্দের শেষ নেই। মাহির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা জোহরা বিউটি অনেক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই সে এতোদূর আসতে পেরেছে বলে জানান তার পরিবার এবং সে নিজে।
এদিকে কান্না জড়িত কন্ঠে মাহির বাবা শামীম আহমদ বলেন, আমি গর্বিত আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে। আমার মতো দিনমজুরের ছেলে বুয়েটে চান্স পেয়েছে আমার আনন্দের কোন শেষ নেই। কিন্ত আমি রাত পোহালেই হয় ধান কাটি, মানুষের বাড়িতে কাজ করি আর তা না হলে গাছ কাটতে যাই। কিন্তু গ্রামের অনেক মানুষ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। কিন্তু আজকে আমি নিজেই ধন্য দেই আমার ছেলে এই জগ্ননাথপুরের মাঝে বুয়েটে চান্স পেয়েছে।
অভাবের সংসারে পড়ালেখা করে বড় স্বপ্ন দেখা ছিল মাহির জন্য অনেক কঠিন। প্রকাশ করতে না পারলেও মনে মনে বড় কিছু হওয়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি। এ স্বপ্ন আরও শক্তিশালী হয়ে ওঠে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পাওয়ার পর। এরকম ফলাফল তাকে পড়াশোনার প্রতি আরও উৎসাহী করে তোলে।
গল্পটা সাফল্যে মুড়িয়ে রেখেছেন মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এই কৃতি সন্তান। পড়াশোনা চালিয়ে যাওয়া মাহি এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। হার না মানা অদম্য এই শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।
এদিকে মাহিকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, মাহফুজুর রহমান মাহি মৌলভীবাজার সদর উপজেলা থেকে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চান্স পেয়েছে। আমি এটা যেদিন জানতে পেরেছি, জানার পরপর তার বাসায় যাই। তার বাসায় গিয়ে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে একটা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে সে,তার বাবা-মায়ের অনেক কষ্টের বিনিময়ে ও সে নিজে চেষ্টা করে এতো দূর এসেছে। আপনারা জানেন আমিও বুয়েটের স্টুডেন্ট সেক্ষেত্রে আলাদা ভালা লাগা কাজ করছে যে, আমারই বিদ্যাপীঠে সে যাচ্ছে। আমি আসলেই খুবই আনন্দিত হয়েছি তার ভেতরে আমার মনে হয় পড়াশোনাই নয় ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি এবং এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে সেগুলোতেও একদম নিজেকে ঠিক রেখেছে, সেক্ষেত্রে তার পদচারণা ছিল বিভিন্ন সার্টিফিকেট দেখেছি।
তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলার প্রত্যেকটা বাচ্চা তাকে দেখে অনুসরণ করা উচিত। এখানে শিক্ষার হার কম ছেলে-মেয়েদের মধ্যে পড়াশোনার আগ্রহও কম। কারণ সবাই বিদেশে চলে যেতে চায়। পড়াশোনা শেষ না করেই বিদেশে যেতে চায়। এই বিষয়গুলো আসলে আমাকে নাড়া দেয় যে এই বাচ্চাগুলো যেগুলো তাকে দেখে শিখবে। এবং সেভাবেই তার পাশে আমরা আছি। এবং আমাদের উপজেলা প্রশাসন তার পাশে আছে। যেকোনো ক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করবো। বড় হয়ে দেশের সেবা করতে চান মাহি। এদিকে মাহির সাফল্যের গল্প এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ বলেন, মাহফুজুর রহমান মাহি এক অদম্য মেধাবী সন্তান। সে মৌলভীবাজার জেলার জন্য গৌরব বয়ে এনেছে তার জন্য আমরা আনন্দিত। আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন বা যারা সমাজকর্মী আছেন আমি অনুরোধ করবো মাহি যেভাবে একদম নির্বিত গ্রাম থেকে উঠে এসে স্বচ্ছল পরিবারের সন্তানদের চেয়েও সে ভালো অর্জন করেছে।
সেই অর্জনটুকু যদি আমরা সহযোগীতার হাত বাড়িয়ে দেই তাহলে মাহির মতো অনেকই এভাবে তারা পরিবারের জন্য, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। মাহিকে আমরা ছোটবেলা থেকেই চিনি সে অত্যান্ত মেধাবী এবং কখনো তার পারিবারিক অস্বচ্ছলতা তাকে আটকাতে পারেনি। সে তার যে লক্ষ্য ছিল সে লক্ষ্যেই সে অবিচল থেকেছে। আজকে সে বুয়েটে চান্স পেয়েছে। মৌলভীবাজারের জন্য সেটা দৃষ্টান্ত হয়ে গেল। তবে এই দৃষ্টান্ত যদি অনুসরণ করতে পারে শিশুরা বা অভিভাবকরা এ ধরনের উদাহরণ যদি তুলে ধরতে পারে পরিবারে তাহলে আমি মনে করি অনেক পরিবারের সন্তানরা কিন্তু এই সম্মানটুকু অর্জন করতে পারবে।
মাহি বলেন, মা-বাবা আরও বেশি পরিশ্রম করেছেন। শিক্ষকরাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। তবে আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাকে সবসময় অনুপ্রেরণা-উৎসাহ দিয়েছেন। পাশাপাশি অনেক সহযোগিতা করেছেন।
মাহির প্রতিবেশি ও সাংবাদিক আব্দুল কাইয়ুম বলেন, মাহি এলাকার মুখ উজ্জ্বল করেছে। আশা করি সে পড়ালেখা করে একজন ভালো ও দক্ষ আদর্শ মানুষ হবে। পরিবারসহ এলাকার এবং দেশের সেবায় নিজেকে বিলিয়ে দেবে।
আইনিউজ/শাহরিয়ার খান সাকিব/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- কেন পড়ব সমাজকর্ম?
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া