Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৮ নভেম্বর ২০২৩

দেশের প্রকৃত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ, পুরুষের চেয়ে বেশি নারী

দেশের প্রকৃত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

দেশের প্রকৃত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

বাংলাদেশের জনসংখ্যা কত তা নিয়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের চূড়ান্ত হিসেবে বলা হয়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ। পুরুষ ৮ কোটি ৪১ লাখ।

দেশে ষষ্ঠ জনশুমারি হয় গত বছর ১৫ জুন থেকে ২১ জুন। মঙ্গলবার (২৮ নভেম্বর)  রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রতিবেদনে উঠে এসেছে। সংস্থাটি বলেছে, সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের।

এর আগে, বিবিএস প্রাথমিক প্রতিবেদন দেয়। পরে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরো একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।  

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী দেশের জনসংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। গত জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়