হেলাল আহমেদ
নিজেই মাইকিং করে নিজের জন্য ভোট চাইছেন প্রার্থী আবদুল হাই
নিজের প্রচারণা নিজেই একা করে বেড়ান আবদুল হাই মাস্টার। ছবি- সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টির প্রার্থী মো. আবদুল হাই। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণায় যখন এ আসনের অন্য প্রার্থীরা দলবল নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে ঘুরছেন। তখন জাকের পার্টির আবদুল হাই নিজের প্রচারণা চালাচ্ছেন একটু অন্যভাবে। গাড়িতে মাইক লাগিয়ে নিজেই নিজের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থী আবদুল হাই।
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসন। আসটিতে আসন্ন নির্বাচনে জাকের পার্টির হয়ে নির্বাচনে লড়বেন মো. আবদুল হাই। তাঁর প্রতীক গোলাপ ফুল। তবে তাঁর প্রচারণা একটু ব্যতিক্রম। আবদুল হাইয়ের প্রচারণায় দলে দলে নেই নেতাকর্মী বা সমর্থক। একা একাই নিজের প্রচারণা চালাচ্ছেন এই প্রার্থী।
জাকের পার্টির প্রার্থী আবদুল হাই মাইকে ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে বলছেন: ‘প্রিয় কুড়িগ্রাম-১ আসনের ভোটার ভাই ও বোনেরা। আমি আপনাদের আবদুল হাই মাস্টার ভাই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। তাই আপনারা আপনাদের মহামূল্যবান ভোটটি গোলাপ ফুল মার্কায় দিয়ে সংসদে আপনাদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ দেবেন।’
কথাগুলো কখনো বাই সাইকেল আবার কখনো পিকাপ ভ্যানে মাইক লাগিয়ে বলে চলেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই মাস্টার ভাই। কোনো নেতাকর্মীর শোডাউন কিংবা বড় জমায়েত ছাড়াই তিনি ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে।
হলফনামায় আব্দুল হাই মাস্টারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।
২০০৮ সালে আব্দুল হাই মাস্টার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালে পরিবেশ রক্ষায় ভূরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন এলাকায় ময়লার ভাগাড়ে নেমে ময়লা পরিষ্কার করার বিষয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইত্যাদিতে দেখানো হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের