তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ৫ম বর্ষপূর্তি উদযাপন
প্রেসক্লাবের ৫ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা। ছবি- আই নিউজ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) রাত ১০ টায় এ উপলক্ষে শারজার একটি হল রুমে প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, সদস্য শামসুল হক, খোরশেদুল আলম জাসেদ, শাফায়েত উল্লাহ, ইয়াছির আরাফাত, মেহেদী, মো. তোফায়েল আহমেদ, ন ম জিয়াউল হক চৌধুরী, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহেদ প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর আয়োজনে বনভোজনের উদ্যোগ নেয়া হয়। কেক কাটা ও আলোচনা সভা শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিগত ৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, হাসি-কান্না, বিনোদন, সংস্কৃতি চর্চা তুলে ধরছে।এছাড়া দূর প্রবাসে প্রবাসীদের সাফল্য তুলে ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























