আইনিউজ ডেস্ক
বেফাঁস কথা বলে ভারত সফর থেকে বাদ পড়লেন মোমেন?
ভারত সফর থেকে মোমেনের বাদ পড়ার বিষয়টি বেশ গুঞ্জনের সৃষ্টি করেছে
চারদিনের গুরুত্বপূর্ণ এক সফরে দেড়শতাধিক সফরসঙ্গী নিয়ে ভারতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরে ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। চারদিনের এ সফরে মোমেনের বাদ পড়া নিয়ে গুঞ্জন ওঠেছে নানা বিষয়ে।
ভারত সফরের আগে বেফাঁস কথাবার্তা, মন্তব্য করে বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এর মধ্যে 'শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার তা করতে ভারতকে অনুরোধ করেছি' শিরোনামের বক্তব্যটি তুমুল আলোচনায় আসে। মোমেনের সমালোচনায় সরব ছিলেন আওয়ামী লীগের খোদ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব কারণেই কী তাহলে প্রধানমন্ত্রী ভারত সফরের দোসর হতে পারলেন না আব্দুল মোমেন?
যদিও পররাষ্ট্রমন্ত্রী বাদ পড়া নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানিয়েছেন, মূলত শারিরীক অসুস্থতার কারণে তিনি (আব্দুল মোমেন) প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে পারেন নি।
তিনি জানিয়েছেন, মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সফর থেকে বাদ যেতে হয়েছে মোমেনকে।
সাধারণত রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী বরাবর সরকার প্রধানের সঙ্গেই থাকেন। কিন্তু এবার আর তা হলো না। ফলে দুই দেশের মধ্যকার অমীমাংসিত নানা সমস্যার সমাধানে দুই দেশের সরকারের কী চিন্তা, এ নিয়ে যখন সংবাদ বা আলোচনা বেশি হওয়ার কথা, তখন চর্চাটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর না যাওয়া।
আগের দিন মন্ত্রী যখন এই সফর নিয়ে ব্রিফিং করছিলেন, তখন তিনি জানিয়েছেন, তিনিও যাচ্ছেন প্রতিবেশী দেশটিতে। তবে সেটির ব্যতিক্রম হলো কেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ফোন করে মন্ত্রীর বক্তব্যও পাওয়া যায়নি।
পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সংক্ষিপ্ত একটি বাক্য পাওয়া যায়। এক প্রশ্নে তিনি তিনি এক কথায় উত্তর দিয়ে বলন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন!’
একই কথা বললেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অসুস্থতার কারণে আসতে পারেননি।’
তবে মন্ত্রীর শারীরিক অবস্থা কেমন, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে নাকি বাসাতেই বিশ্রামে থাকবেন এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, রোববার রাতেই ভারতকে জানানো হয়েছে মোমেন যাচ্ছেন না। দিল্লির সাংবাদিকরাও গভীর রাতে বিষয়টি নিশ্চিত হন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলোনা প্রধানমন্ত্রীর!
সাম্প্রতিক আলোচনায় যেভাবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
গত ১২ আগস্ট মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বোঝাতে গিয়ে সিলেটের সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলে।’
মন্ত্রীর বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা ও ট্রলের মধ্যে ১৪ আগস্ট সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো ট্রু সেন্সে (আক্ষরিক অর্থে) বেহেশত বলিনি। এটা ছিল কথার কথা। কিন্তু আপনারা তো সবাই মিলে আমারে খায়া ফেললেন।’
এ নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই গত ১৮ আগস্ট চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’
তার এই বক্তব্য ব্যাপক সমালোচনা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই দেন বিরূপ প্রতিক্রিয়া।
ঢাকায় জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, ‘যিনি এ কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটি আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও বক্তব্য না। এই বক্তব্যের কারণে ভারতও লজ্জা পাবে।’
‘কীভাবে আমরা এই কথা বলি! বন্ধু বন্ধু আছে। অহেতুক কথা বলে এটি নষ্ট করবেন না’- আরও বলেন বিস্মিত আওয়ামী লীগ নেতা।
দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে প্রায় আড়াই হাজার টন ইলিশ
এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আবার কথা বলেন। গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদেরকে তার আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতেরও মঙ্গল।
সেদিন তিনি বলেন, ‘আমি ভারত সরকারকে বললাম, আপনার মুখ্যমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা থাকায় স্থিতিশীলতা এসেছে। এই স্থিতিশীলতা আসায় আমাদের দেশেরও মঙ্গল হচ্ছে, আপনার দেশেরও মঙ্গল হচ্ছে। আপনার দেশেও ব্যবসা-বাণিজ্য ভালো হচ্ছে। সুতরাং স্থিতিশীলতা সবচেয়ে ইম্পর্টেন্ট। রাজনৈতিক এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা খুব দরকার। তাতে আপনার দেশেরও মঙ্গল হবে, আমাদের দেশেরও মঙ্গল হবে।’
দিল্লিতে লাল গালিচায় অভ্যার্থনা পেলেন প্রধানমন্ত্রী
মন্ত্রীর এসব বক্তব্যের পর আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতারা সরকারকে আক্রমণ করছেন এই বলে যে, মন্ত্রী সত্য কথা বলে দিয়েছেন। তাদের দাবি, আওয়ামী লীগ ভারতের অনুগ্রহে ক্ষমতায় থাকে।
পররাষ্ট্রমন্ত্রীর সরকারের জন্য বিব্রতকর বক্তব্য থামছিলই না। মিয়ানমারের গোলা বাংলাদেশ সীমান্তে পড়ার বিষয়ে শনিবার তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ছোড়া গোলা বাংলাদেশে জঙ্গল এলাকায় পড়েছে। সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি গুড নিউজ।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের