Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৬, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ০৮:০৮, ৩০ আগস্ট ২০১৯

আলতাফ মাহমুদ, হানাদারদের নির্মমতায় হারিয়ে যাওয়া এক গুনী

‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সকল বাঙ্গালিরই পরিচিত। ভাষা শহীদদের নিয়ে রচিত এই গানের সুরকার মুক্তিযুদ্ধের শহীদ আলতাফ মাহমুদের ৪৯ তম অন্তর্ধান দিবস আজ।

১৯৭১ সালে আজকের দিনেই পাকিস্তানের হানাদার বাহিনীর সদস্যরা এই মেধাবী সুরকারকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলো। আর ফেরেননি গুণী এই সংগীতজ্ঞ।

একুশের গানের অমর এই সুরকার অনেকের কাছেই ঝিলু নামে পরিচিত। একাধারে তিনি ছিলেন কবি, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, নৃত্য পরিচালক ও প্রযোজক। তিনি ছিলেন একজন আপসহীন গেরিলা অধিনায়কও।

১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশালের মুলাদি উপজেলার পাতারচর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সারা জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন আলতাফ মাহমুদ।

১৯৫০ সালের দিকে ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন আদায়ের জন্য তিনি দেশের বিভিন্ন জায়গায় গণসঙ্গীত পরিবেশন করেন। ১৯৭১ সালে আলতাফ মাহমুদ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ক্র্যাক প্লাটুনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে তার ঢাকার রাজারবাগের আউটার সার্কুলার রোডের নিজ বাসায় গোপন ক্যাম্প স্থাপন করেন; কিন্তু ক্যাম্পের কথা ফাঁস হয়ে গেলে ১৯৭১ সালের ৩০ আগস্ট বাসা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী চোখ বেঁধে তাকে ধরে নিয়ে যায়। তার পর থেকে কেউ আর জানতে পারেনি কী নির্মমতা ঘটেছিল তার ভাগ্যে।

আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন প্রবর্তিত আলতাফ মাহমুদ পদক দেওয়া হবে।

ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ জানান, চলতি বছর পদক পাচ্ছেন তিন গুণী ব্যক্তিত্ব। তারা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং জামী-আল-সাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ