নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে উন্মুক্ত হবে বঙ্গবন্ধু টানেল
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” এর দুটি টিউবই ডিসেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, টানেলের একটি টিউব অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় টিউবটি ডিসেম্বরে খুলে দেওয়া হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এই “মেগা প্রজেক্টের” বাস্তবায়নকে বাংলাদেশের জন্য বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এতবড় একটা প্রজেক্ট একেবারে রাইট অন টাইমে বাস্তবায়িত হচ্ছে, এটা একেবারে গ্রেট একটা সাকসেস আমাদের দেশের জন্য।”
টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে মন্তব্য করে তিনি বলেন, “দুই পারের যারা পলিটিকাল নেতৃবৃন্দ, উনারও খুব সহায়তা করেছেন। এটা বাংলাদেশের জন্য একটা মডেল হিসেবে ট্রিটেড হবে যে, এত বড় প্রজেক্ট স্মুদলি এবং টাইমলি উইদাউট অ্যানি কস্ট ভ্যারিয়েশন কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব।”
জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনও জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয়, তখন সরকার হয়তো চিন্তা ভাবনা করবে। তবে দাম এখনও বাড়ানো হয়নি।”
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের