আই নিউজ ডেস্ক
শিগগিরই তফসিল ঘোষণা করা হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হয়ে গেছে দুই দিন আগে থেকেই। এ মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। নির্দিষ্ট কোনো তারিখ না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শিগগিরই ঘোষণা করা হবে তফসিল।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে সিইসি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন নির্বাচন বিষয়ে আমাদের যে প্রস্তুতি গৃহীত হয়েছে, সেটা অবহিত করা। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুষ্ঠু হবে; সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে উনার যে সহযোগিতা, যদি প্রয়োজন হয়, এটা উনি আশ্বাস দিয়েছেন।
‘আমরাও বলেছি যে, আমরাও প্রয়োজনে আপনার সহযোগিতা- সাহায্য আমরা কামনা করি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, অবাধ নির্বাচনের স্বার্থে যেকোনো রকমের সাহায্য-সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। তিনি (রাষ্ট্রপতি) বলেছেন যে, গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটাকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে।’
নির্বাচন নিয়ে সিইসি বলেন, ‘আমরা উনাকে (রাষ্ট্রপতি) জানিয়েছি যে, আমরা নির্বাচন কমিশন, আমাদের ওপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সেই অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা উনাকে বলেছি এ বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের সহযোগিতা, নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি।
‘যেকোনো মূল্যে আমাদের যে সময়সীমা যেটা ২৯ জানুয়ারি, এর আগেই (নির্বাচন আয়োজন) করতে হবে। আমরা জানিয়েছি, আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আমরা আজকে উনার সাথে সাক্ষাৎ করে গেলাম; মতবিনিময় করে গেছি। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময়সূচি জানাব।’
নির্বাচনের তফসিল ১৫ নভেম্বরের পর হবে কি না, তা নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।
তিনি বলেন, ‘আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন, আমরা বলেছি (জানুয়ারির) প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে। আমরা এখনও ওই অবস্থায় আছি, তবে আমরা এটাকে বসে চূড়ান্ত যখনই করব, আপনাদেরকে অবহিত করব; কমিশন সভায় সেটা নির্ধারিত হবে।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের