হেলাল আহমেদ, আই নিউজ
বাংলাদেশে কীভাবে শবে বরাত উৎসবে রূপ নিল
আরবি শাবান মাসের ১৪ তারিখ প্রতিবছর পালিত হয় শবে বরাত।
শবে বরাত, বাংলাদেশের মুসলমানদের কাছে এবাদত, বন্দেগীর এক মহিমান্বিত রাত হিসেবে বিবেচিত হয়ে থাকে। শুধু বাংলাদেশই নয়, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সঙ্গে প্রতিবছর পালিত হয় শবে বরাত। তবে, মুসলমানদের মধ্যেও সকল সম্প্রদায় শবে বরাত পালন করেন না। এ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক। আর এসবকিছু পরও বাংলাদেশে কীভাবে শবে বরাত উৎসবে রূপ নিল তা জানাব আই নিউজের এই প্রতিবেদনে।
আরবি শাবান মাসের ১৪ তারিখ, প্রতিবছর পালিত হয় শবে বরাত। বাংলাদেশে কীভাবে শবে বরাত উৎসবে রূপ নিল তা জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে শবে বরাত পালনের প্রচলন কবে এবং কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে। কেননা, মুসলমানদের মধ্যে সকল সম্প্রদায় শবে বরাত পালন করেন না। উপরন্তু, কেউ কেউ মনে করেন শবে বরাত পালন করা ইসলামে বিদা'আত।
ইসলামিক ইতিহাসের তথ্যে পাওয়া যায়, নবী মুহাম্মদ (স.) পবিত্র রমজান মাস শুরু হওয়ার ১৫ দিন পূর্বে ১৪ শাবান তারিখে তাঁর আত্মীয়স্বজন ও মারা যাওয়া মানুষদের কবর জিয়ারত করতেন। তাঁদের জন্য দোয়া চাইতেন। এবং ১৪ শাবানের দিনটি তিনি নফল এবাদত বন্দেগী করে অতিবাহিত করতেন। প্রতিবছর রমজান শুরু হবার আগে মুহাম্মদ (স.) এইভাবে এবাদত করতেন। যা পরবর্তীতে তাঁর সহচরদের মাঝেও ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের রূপ নেয়।
আরবের বাইরে এশিয়াসহ গোটা বিশ্বে শবে বরাত কীভাবে পৌঁছাল এ প্রশ্নের উত্তরে একাধিক ইসলামিক স্কলার জানিয়েছেন, নবী মুহাম্মদের সময়কাল এবং তার পরবর্তী সময়ে আরব থেকে ইসলাম প্রচারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যারা সফর করেছেন, তাদের মাধ্যমেই বিশ্বের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে শবে বরাত পালনের আনুষ্ঠানিকতার বিষয়টি ছড়িয়ে পড়ে।
আর এই আনুষ্ঠানিকতাকে উৎসব হিসেবে বিবেচনা করা হতো বলে ধীরে ধীরে এই দিনে ভালো খাবার তৈরি ও খাবার বিতরণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেয়ার প্রথা তৈরি হয়েছে। তবে, শবে বরাত উৎসবের শিরনি বা খাবারে যুক্ত হয় আঞ্চলিক বৈচিত্র্য।
যেমন হালুয়া-রুটি'র কথা বললে যে কোনো বাঙালি মুসলমানের কাছে একটি কথাই মনে পড়বে সবার আগে। তা হল শবে বরাত। শবে বরাতের রাতে বাংলাদেশে একটা সময় হালুয়া-রুটি শিরনি দেওয়ার প্রচলন ছিল। প্রায় প্রতিটি গ্রামেই শবে বরাত উৎসবকে ঘিরে মসজিদ, মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হালুয়া-রুটির বিতরণ করা হতো।
বাংলাদেশে শবে বরাত উৎসবের অবশ্য প্রয়োজনীয় উপকরণ ছিল এই হালুয়া রুটি। যদিও সময়ের সাথে সাথে এখন শবে বরাত উৎসব থেকে হারিয়ে যাচ্ছে হালুয়া-রুটি। বর্তমানে নানা ধরনের খাবার বা বিস্কিটও, তেহারি, আখনিও শবে বরাত উৎসবে বিতরণ করে থাকেন মুসলিম ধর্মাবলম্বীরা। আর প্রতি শিরনির আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় জোয়ান, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষের শিরনির খাওয়ার উৎসব।
সেসময় হালুয়া-রুটি বিতরণের পাশাপাশি আতশবাজি পুড়ানো ও আলোকসজ্জার ব্যবস্থাও করা হত। এখনো আলোকসজ্জা করা হয় শবে বরাত উৎসবের দিন। তবে, বর্তমানে এই দৃশ্য বেশি দেখা যায় না কারণ। এটাকে অনেকেই বিদা'আত এবং হিন্দুয়ানি একটি আচার বলে মনে করেন। একাধিক ইসলামিক স্কলারও এ কথা স্বীকার করেছেন যে, শবে বরাতের আলোকসজ্জা ও আতশবাজি পুড়ানোর বিষয়টি হিন্দুদের দ্বীপাবলি উৎসব থেকে নেয়া হতে পারে।
ভারত উপমহাদেশে শবে বরাত পালনের চল অষ্টম শতক থেকেই শুরু হয়েছে বলে মনে করেন বেশিরভাগ ঐতিহাসিক। তাঁদের মতে, যখন থেকে ইসলাম প্রচারে মধ্য এশিয়া ও আরব থেকে উপমহাদেশে মুসলিম ধর্ম প্রচারকরা এসেছেন তখন থেকেই এ উপমহাদেশে শবে বরাত উৎসব পালনের যাত্রা শুরু হয়।
ত্রয়োদশ শতকে কুতুবুদ্দিন আইবেক, বখতিয়ার খিলজী দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করার পর উপমহাদেশে রাজনৈতিকভাবে ইসলাম ছড়িয়ে পরে। কিন্তু ৭১২ সালে মোহাম্মদ বিন কাসেম মুলতান আর সিন্ধ জয় করেন। সেটি ছিল উপমহাদেশে ইসলাম ছড়িয়ে যাওয়ার শুরু। তাই, বলা যেতে পারে, এই সময় থেকে এ উপমহাদেশীয় অঞ্চলে শবে বরাত উৎসব পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে শবে বরাত পালনের সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় উনিশ শতকের মাঝামাঝি সময়ে, প্রায় দেড়শো বছর আগে। সেসময় ঢাকার নবাবরা ঘটা করে শবে বরাত পালন করতেন বলে বলছিলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন, যিনি বাংলাদেশের উৎসবের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন ও বই লিখেছেন।
তিনি বলেন, সে সময়ে হিন্দুদের আধিপত্য থাকার কারণে সেটিকে মোকাবেলা জন্য ঢাকার নবাবরা শব-ই-বরাত জন্য অনেক বড় আয়োজন করতো। এতে ঢাকার নবাবদের মুসলমান পরিচয় এবং আধিপত্য - এ দুটো বিষয় একসাথে তুলে ধরার প্রয়াস দেখা যেত। তবে, ঢাকার নবাবরা জাঁকজমকের সাথে শবে বরাত পালন করলেও তারও কয়েকশো’ বছর আগে থেকেই বাংলাদেশ ভূ-খণ্ডের মানুষ এই রেওয়াজের সাথে পরিচিত ছিল।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের