Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২১ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১২ মার্চ ২০২৪

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

খেজুরের প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা ঠিক করে দিয়েছে সরকার। ফাইল ছবি

খেজুরের প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা ঠিক করে দিয়েছে সরকার। ফাইল ছবি

রমজান মাস আসলে রোজাদারদের খেজুরের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু, অসাধু ব্যবসায়ীরা এই সময়ে খেজুরের দাম বাড়িয়ে দেন। এমন অবস্থায়, সাধারণ খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

অতি সাধারণ বা নিম্ন মানের খেজুরের প্রতি কেজির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা, এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম ১৭০ থেকে ১৮০ নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

এই নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু বলেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়। 

এছাড়াও চিনির দাম বেঁধে দিয়েছে সরকার। প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম হবে ১৪৫ টাকা।

হাসানুল ইসলাম টিটু আরও বলেন, সরকার নিত্য পণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে। বাজারে নিত্যপণ্যের কোনো স্বল্পতা নেই। চালের দাম নিয়েও কোনো অস্বস্তি নেই।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং হচ্ছে। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই তা দেশে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

আই নিউজ/এইচএ  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়