Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৪:৩২, ৮ আগস্ট ২০১৯
আপডেট: ১৪:৩২, ৮ আগস্ট ২০১৯

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪০

হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ৪০ জন আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে কয়েক দফায় এই সংঘর্ষ চলে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে কয়েক দফায় এই সংঘর্ষ চলে। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, আটপাড়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে দুদু মিয়া এবং হিরন মিয়ার ছেলে ইমান আলীর মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওসি আরও জানান, আবার সংঘর্ষ এড়ানোর জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসডি/ইএন



Green Tea
সর্বশেষ
জনপ্রিয়