হেলাল আহমেদ
বুধবার থেকে বিএনপির আরো ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা

বুধবার থেকে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি
বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে আজ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা বিক্ষিপ্তভাবে অবরোধকে ঘিরে চলছে সহিংসতা, সংঘর্ষ। এরমাঝেই মঙ্গলবার বাদ দিয়ে আগামী বুধবার থেকে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে দলটি।
আজ সোমবার (৬ নভেম্বর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। এদিকে একই সময়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষও অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।
এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি, জামায়াতের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে তুমুল সংঘর্ষ , সহিংসতার ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিক ও পুলিশসহ দলীয় একাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এ ঘটনার পর নাশকতা ও পুলিশ হত্যা মামলার আসামি দেখিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রায় উচ্চপদস্ত সব নেতাদের গ্রেপ্তার শুরু করে পুলিশ। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরীসহ আছেন কেন্দ্রীয় ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে, চলতি নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে বিএনপি ছাড়া দেশের নিবন্ধিত ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি। যদিও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈঠকের পর এটি ফলপ্রসু কোনো বৈঠক নয় এমনটা জানিয়েছেন। ওই বৈঠকে যোগ দেওয়া আওয়ামী লীগের প্রতিনিধি ছাড়া বাকি সব দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন এবং নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন বৈঠকে।
যদিও, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, দেশে নির্বাচন আয়োজনের মতো অনুকূল পরিবেশ রয়েছে। যদিও এখনো নির্বাচনকে কেন্দ্র করে এখনো মাঠে আন্দোলন করছে বিএনপি। এমন অবস্থায়, বিদেশি দেশগুলো দেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার উপর জোর দিচ্ছে। পাশাপাশি চলমান রাজনৈতিক সংঘাত, সহিংসতার উত্তপ্ত সময়কে সরকারকে সর্বোচ্চ সংযমী হওয়া আহ্বান জানিয়েছে বিদেশি দেশগুলো।
নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে পুরস্কার
দেশে চলমান বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, হরতালের মাঝে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে সহিংসতা ও সংঘর্ষ। বাড়ছে যাত্রিবাসী বাসসহ প্রাইভেট কার ও গাড়িয়ে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়ার মতো ঘটনা। এ অবস্থায় পেট্রলবোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টারে পেট্রেল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এসময় ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করলে ধরিয়ে দিতে হবে।
অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, পেট্রলবোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
‘অগ্নিসংযোগ করলে গজারি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেন’
অবরোধের নামে বাস-ট্রাকে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করলে গজারি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
-
বিএনপির অবরোধ: সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
-
সিলেট থেকে শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা
রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত ‘সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বাসায় কেউ চুরি করতে গেলে আপনারা জোর করে তাকে ধরার চেষ্টা করেন। যদি কোনো ডাকাত আসে, তাকে প্রতিহত করার চেষ্টা করেন। তাহলে কেউ আপনার বাসে বা ট্রাকে আগুন ধরিয়ে দিতে আসলে তাকে প্রতিহত করতে সমস্যা কী?
তিনি আরো বলেন, কোনো গাড়িতে আগুন লাগলে সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের