Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫৬, ৯ এপ্রিল ২০২১

কঠোর লকডাউন: দেশে ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া দেশের সবধরনের অফিস, কল-কারাখানা বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সব ধরনের যানবাহন চলাচলও।  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ফরহাদ হোসেন বলেন, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে জরুরি সেবা ছাড়া সবধরনের অফিস, কল-কারখানা, যানবাহনসহ সবকিছু বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্ত আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে কঠোরভাবে কার্যকর করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের সময় মানুষকে কোনোভাবেই ঘরের বাইরে আসতে দেয়া হবে না। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপনও জারি করা হবে বলে ও জানান তিনি।

একই দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন দেয়ার জন্য সরকার ভাবছে।

সেতুমন্ত্রী বলেন, চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। এমতাবস্থায় সরকার আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন: করোনা: ৭৪৬২ জন শনাক্তের দিনে মারা গেলেন ৬৩ জন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়