Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৫৮, ১৯ এপ্রিল ২০২১

৭ দিনের রিমান্ডে মামুনুল হক

আদালতের সামনে মামুনুল হক

আদালতের সামনে মামুনুল হক

আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের গ্রেফতার হওয়া যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার পর তাকে রাজধানীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করা হয়।

মামুনুল হককে আদালতে হাজির করার আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে রাখে পুলিশ। কড়া পাহাড়ায় মামুনুলকে আদালতে নেওয়া হয়। 

এর আগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ আদালতে মামুনুল হককে তোলার পর পুলিশ সাতদিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত...

উল্লেখ্য, রোববার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে আলোচিত এই নেতাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল।

সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। মামুনুলকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়