Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৫ জুলাই ২০২২

চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ২৩ শতাংশ

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৮ জন

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৮ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে করোনায় মারা যান ১২ জন। গত চব্বিশ ঘন্টায় সংক্রমণ বেড়েছে দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৪ শতাংশে।

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন। আগের দিন ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৫ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৩ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ৩৫ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ৩ জনই এই জেলার বাসিন্দা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়